জনতার কলম ওয়েবডেস্ক :- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় দুর্গাপুজো উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। তিনি সান্তোষ মিত্র স্কোয়ারের পুজোমণ্ডপে যান, যেখানে লেজার শো-র মাধ্যমে ‘অপারেশন সিন্দুর’-এর চিত্রায়ণ করা হয়েছে। এসময় তিনি পশ্চিমবঙ্গের মানুষকে নিরাপদ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ রাজ্য গঠনে কাজ করার আহ্বান জানান।
অমিত শাহ মহান সমাজসংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৬তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন করেন। এর পাশাপাশি তিনি কালীঘাট মন্দিরে পূজা দেন এবং সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে আরেকটি পুজোমণ্ডপের উদ্বোধন করেন।
কলকাতায় গত সপ্তাহে বৃষ্টিজনিত ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবার-পরিজনের প্রতি তিনি সমবেদনা প্রকাশ করেন।
Leave feedback about this