জনতার কলম আগরতলা প্রতিনিধি :-রাজস্থানের উদয়পুরে আয়োজিত পর্যটন মন্ত্রীদের দুই দিনের সম্মেলনের দ্বিতীয় তথা শেষ দিনে ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যের পক্ষ থেকে কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত-কে উষ্ণ অভ্যর্থনা ও সম্মাননা জানান।
এই বিশেষ অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যের ঐতিহ্যবাহী রিসা পরিয়ে এবং ত্রিপুরার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীকী উপহার তুলে দিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে সম্মান জানান।
এই শুভক্ষণে ত্রিপুরার পক্ষ থেকে ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যে রাজ্যের নিজস্ব পরিচয় ও ঐতিহ্যকে তুলে ধরা হয়। মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, “ত্রিপুরার সংস্কৃতি ও ঐতিহ্য ভারতের পর্যটন মানচিত্রে বিশেষ স্থান দখল করে আছে। কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে এই সম্ভাবনাকে আরও প্রসারিত করার লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।”
এই সম্মেলনে দেশের বিভিন্ন রাজ্যের পর্যটন মন্ত্রীরা অংশগ্রহণ করেন এবং পর্যটন শিল্পের উন্নয়ন ও আন্তঃরাজ্য সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হয়।
Leave feedback about this