2025-09-16
Ramnagar, Agartala,Tripura
দেশ

পরিবেশ রক্ষায় বিশ্বনেতার ভূমিকায় ভারত: সেবা ও সুশাসনের মন্ত্রে পরিবেশবান্ধব উন্নয়নের পথচলা

জনতার কলম ওয়েবডেস্ক :- সেবা ও সুশাসনের মন্ত্রে পরিচালিত ভারত সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, অবিরাম পরিশ্রম করে দেশের পরিবর্তন এবং উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে। উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত ভারতের জ্বালানি চাহিদা দ্রুত বাড়লেও, দেশের পরিবর্তিত দৃষ্টিভঙ্গি ও কর্মসূচির মাধ্যমে আজ ভারত বিশ্বপর্যায়ে জলবায়ু পরিবর্তন রোধে অন্যতম শক্তিশালী নেতৃত্বস্থানীয় দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

গত ১১ বছরে ভারত বন সংরক্ষণ থেকে জলবায়ু ন্যায়বিচার, সোলার ছাদ নির্মাণ থেকে পরিবেশবান্ধব যানবাহন ব্যবহারে বিভিন্ন উদ্যোগে অগ্রণী ভূমিকা পালন করেছে। দেশটি প্রমাণ করেছে যে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশগত স্থায়িত্ব একসঙ্গে সম্ভব।

২০১৫ সালের প্যারিস সম্মেলন COP21-এ ভারত ২০৩০ সালের মধ্যে ৪০ শতাংশ ইনস্টলড ক্লিন এনার্জি সক্ষমতা অর্জনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছিল। কিন্তু নির্ধারিত সময়ের নয় বছর আগে, অর্থাৎ ২০২১ সালে এই লক্ষ্য অর্জন করেছে ভারত। গত বছরের সেপ্টেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ করেন, ভারতের জনসংখ্যা পৃথিবীর ১৭ শতাংশ হলেও তার কার্বন নিঃসরণ মাত্র চার শতাংশেরও কম।

ভারত পাশাপাশি গ্লোবাল LiFE (Lifestyle for Environment) আন্দোলন শুরু করেছে, যা সাধারণ মানুষকে দৈনন্দিন জীবনে সহজ, টেকসই ও পরিবেশবান্ধব পন্থায় চলার আহ্বান জানায়। চলতি বছরের COP29 সম্মেলন বাকুতে, ভারত সবুজ হাইড্রোজেন, শিল্প খাতের কার্বন নির্গমন হ্রাস এবং নারী নেতৃত্বাধীন জলবায়ু কর্মসূচিতে অগ্রণী অগ্রগতি তুলে ধরেছে।

সাহসী প্রতিশ্রুতি ও বাস্তব পদক্ষেপের মাধ্যমে ভারত শুধু আন্তর্জাতিক জলবায়ু সংলাপে অংশগ্রহণ করছে না, বরং বিশ্ব জলবায়ু নীতিমালার কাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service