জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের বাইরে যাত্রী হেনস্থার ঘটনা নতুন কোন বিষয় নয়। প্রায় প্রতিনিয়তই বিমানযাত্রী হেনস্থার খবর উঠে আসছে জন সন্মুখে। একাংশ অটোচালকদের বাড়বাড়ন্তের হাত থেকে রাজ্যের যাত্রীরা তো বটেই, বহির রাজ্যের যাত্রীরা পর্যন্ত নাজেহালের শিকার। আর এতে করে স্বাভাবিকভাবেই বদনাম হচ্ছে রাজ্যের। বি এম এস নামধারী একাংশ অটো শ্রমিক সাধারণ যাত্রীদের শারীরিক ও মানসিক নির্যাতন করারও অভিযোগ রয়েছে। যা নিয়ে প্রশাসনের মন্ত্রী আমলারা বেশ কয়েকবার বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে উভয় পক্ষের আলোচনাক্রমে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হলেও পরবর্তী সময়ে তা সঠিকভাবে কার্যকর করছে না পরিবহন শ্রমিকরা। তারা তাদের মত করে যাত্রী পরিবহন স্বাভাবিক রাখতে গিয়ে, প্রায় সময় হেনস্থার শিকার হচ্ছেন বিমানযাত্রীরা। কখনো কখনো বিষয়টি নিয়ে পরিস্থিতি তীব্র আকারও ধারণ করে। বিমানযাত্রী হেনস্থা হওয়ার বেশ কয়েকটি অভিযোগ ইতিমধ্যেই দৃষ্টিতে নিয়ে যাওয়া হয় রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর। বিষয়টি কোন অবস্থাতেই মেনে নিতে পারছেন না মন্ত্রী শ্রী চৌধুরী। তাই এবার পরিবহন শ্রমিকদের কড়া হুঁশিয়ারি বার্তা দিতে প্রশাসনিক কঠোর মনোভাবের লক্ষ্যে ফের আরো একবার তৎপর হলেন রাজ্য মন্ত্রিসভার ডায়নামিক মন্ত্রী সুশান্ত চৌধুরী। বুধবার এমনটাই দেখা গেল আগরতলা বিমানবন্দরের পুরনো যাত্রী টার্মিনাল ভবনের কনফারেন্স হলঘরে। এদিন মন্ত্রীর উপস্থিতিতে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের এবং বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয় এক উচ্চ স্তরীয় বৈঠক। বৈঠকে মন্ত্রী শ্রী চৌধুরী ছাড়াও ছিলেন ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের চেয়ারম্যান অভিজিৎ দেব, পরিবহন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, কমিশনার সুব্রত চৌধুরী, আগরতলা বিমানবন্দরের অধিকর্তা কৈলাস চন্দ্র মীণা, ত্রিপুরা পুলিশের আইজি মনচাক ইপ্পার, পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক রাজীব দত্ত, পশ্চিম জেলার পুলিশ সুপার ড. কিরণ কুমার কে, পশ্চিম জেলার ট্রাফিক পুলিশ সুপার মানিক দাস, চিফ মোটর ভেহিকেল ইন্সপেক্টর বিজয় দেববর্মাসহ বিমানবন্দরের নিরাপত্তার সাথে সম্পৃক্ত সি.আই.এস.এফ এর আধিকারিকেরা॥ এদিনের এই বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় যাত্রী পরিষেবার উপর। বিশেষ করে বিমান যাত্রী হেনস্থার ঘটনাটি। বিমান যাত্রীদের আসা-যাওয়া নিয়ে এদিন বিশদ আলোচনার শেষে মন্ত্রী শ্রী চৌধুরী ফের আরো একবার যাত্রী হেনস্থা প্রসঙ্গে তীব্র সমালোচনা করে কড়া বার্তা দিলেন অটো, টমটম চালকদের। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন কোন অবস্থাতেই যাত্রী হেনস্তা মেনে নেবে না সরকার। নিয়ম মেনে পরিবহন ব্যবস্থা স্বাভাবিক না রাখলে, বাধ্য হয়েই প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। তাই নিয়ম মেনে সুশৃংখল বজায় রেখে যাত্রী পরিবহন করার জন্য পরিবহন শ্রমিকদের প্রতি আহ্বান রাখেন তিনি। অন্যথায় প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য।
Leave feedback about this