2025-09-10
Ramnagar, Agartala,Tripura
দেশ রাজনৈতিক

‘পররাষ্ট্র মন্ত্রণালয় জনগণের দায়িত্ব পালন করুন’, নেপাল পরিস্থিতিতে চাপ মল্লিকার্জুন খাড়গের

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি জানান, নেপালে আটকে পড়া ভারতীয় নাগরিকদের দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনা হয়েছে।

খাড়গে বলেন, “গতকাল আমরা নেপাল প্রসঙ্গে পররাষ্ট্রসচিবের সঙ্গে কথা বলেছি। আমাদের নাগরিকরা যারা নেপালে আটকে রয়েছেন, তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনা সরকারের দায়িত্ব। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় আশ্বাস দিয়েছে যে তারা ভারতীয়দের ফিরিয়ে আনবে, কারণ এখন আর অন্য কোনো পথ নেই। আমাদের দাবি হলো, আমাদের মানুষদের যত তাড়াতাড়ি সম্ভব নিরাপদে ভারতে ফিরিয়ে আনা উচিত।”

তিনি আরও স্পষ্ট করে দেন, বিপদে পড়া নাগরিকদের পাশে দাঁড়ানো সরকারের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। কংগ্রেসও কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে সর্বোচ্চ তৎপরতা দেখানোর আহ্বান জানিয়েছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service