পরবর্তী সময় পরকীয়ার জেরে গত শুক্রবার আত্মহত্যার পথ বেছেনেয় ঝর্না দাস বিশ্বাস। এতেকরে মাতৃহারা হয় তিন বছরের শিশুসন্তান। পরিবারের লোকজনের দাবি এই আত্মহত্যার পিছনে সুমন গোপ জরিত রয়েছে। ঝর্না দাস বিশ্বাসের শ্রাদ্ধ অনুষ্ঠান সেরে ঘটনার সুষ্ঠ তদন্তে সুমন গোপের শাস্তি চেয়ে পরিবারের পক্ষথেকে বাইখোড়া থানায় মামলা দায়ের করাহয়।
গত ৬ ই জানুয়ারী থানায় মামলা করাহলেও পুলিশ এখনো কোনোপ্রকার পদক্ষেপ গ্রহনকরেননি বলে পরিবারের লোকজনের অভিযোগ। অবশেষে বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সন্মুখিনহয়ে দোষীর শাস্তি কামনাকরেন মৃতার স্বামী। তিনি এই ছোট শিশুটিকেনিয়ে কিভাবে দিনকটাবে তাভেবে উঠতে পারছেনা। তাই রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট দোষীর শাস্তি দাবিকরেন মৃতার স্বামী। এখন দেখার বিষয় ঘটনার সুষ্ঠতদন্তে ও ঘটনারসাথে জরিতদের শাস্তি প্রদানে পুলিশ কিপ্রকার পদক্ষেপগ্রহনকরে।
Leave feedback about this