2024-12-19
agartala,tripura
দেশ রাজনৈতিক

পদত্যাগপত্র জমা দিলেন মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা

জনতার কলম ওয়েবডেস্ক :- মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা রাজভবনে রাজ্যপাল ডঃ হরি বাবু কামহামপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এক্ষেত্রে বলতে হয় মিজোরামে নির্বাচনে নতুন সরকার গঠন করতে চলেছেন জোরাম পিপলস মুভমেন্ট দল।

এদিন মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা রাজভবনে পদত্যাগপত্র জমা দিয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, মিজোরামের জনগণ গত পাঁচ বছরে আমি এবং আমার সরকারের কাজের প্রতি সন্তুষ্ট হয়নি যার দরুন আজকে আমার সরকারকে হারতে হয়েছে, যদিও করোনা চলাকালীন সময়ে ঠিক ভাবে কাজ করার সুযোগ পাইনি। যাই হউক, আমি জনগণের রাই মাথা পেতে নিয়েছি এবং আমি তাতে খুশি। আশা করবো পরবর্তী নির্বাচিত সরকার মিজোরাম বাসীদের সুখ দুঃখে পাশেথেকে সমস্ত ধরণের সুযোগ সুবিধা আগামী ৫বছরে পৌঁছে দেবে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service