2024-12-19
agartala,tripura
অপরাধ রাজনৈতিক

পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক যুবকের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-  ভয়াবহ পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক যুবকের। আহত হয়েছে আরো এক যুবক। ঘটনা দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার ঋষ্যমুখ ব্লকের জয়কাতপুর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, দুই বন্ধু একটি বাইকে করে দ্রুত বেগে যাচ্ছিল। ঋষ্যমুখ ব্লকের জয়কাতপুর এলাকায় পোস্টে বিপরীত দিক থেকে দ্রুত বেগে আসা একটি বালি বোঝাই লরির সাথে বাইকের সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে বাইক চালক যুবক। বাইকে থাকা অপর যুবক গুরুতরভাবে আহত হয়। লোকজনরা ঘটনা প্রত্যক্ষ করে দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনীর জোয়ানরা ঘটনাস্থলে ছুটে এসে সেখান থেকে বাইক চালকের সংজ্ঞাহীন দেহ উদ্ধার করে হাসপাতালে দিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। অপর আহত যুবককে স্থানীয় লোকজনরা উদ্ধার করেন। চালকদের অসাবধানতা ও দ্রুতগামীতার কারণেই এই ভয়াবহ ও মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় জনগণ জানিয়েছেন। ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। এব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service