জনতার কলম ওয়েবডেস্ক :- পঞ্জাব, জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশে বন্যা পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসলেও উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরকদমে অব্যাহত রয়েছে। ভারতীয় বিমানবাহিনী (IAF) এই মানবিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পশ্চিম এয়ার কমান্ডের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত তথ্যমতে, জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশে ভূমিধসের কারণে বিপর্যস্ত এলাকায় IAF হেলিকপ্টার চালিয়ে চলছে ত্রাণ কার্যক্রম।
ভারতীয় বিমানবাহিনী ৫৪১ জন মানুষকে ভ্রমোর-চাম্বা সেক্টর থেকে নিরাপদ স্থানে স্থানান্তর করেছে। পাশাপাশি কুলু ও কিশ্তওয়ার সেক্টরে ১০,০০০ কিলোগ্রাম ত্রাণ সামগ্রী এয়ারলিফট করা হয়েছে। এ অভিযান সফল করতে মোট চারটি হেলিকপ্টার ও ৩৫ জন ক্রু সদস্য দিন-রাত পরিশ্রম করেছে। পশ্চিম এয়ার কমান্ডের বরাতে জানানো হয়েছে, প্রয়োজনমত আরও সহায়তা ও কার্যক্রমের জন্য IAF-এর সব ধরনের প্রস্তুতি অব্যাহত রয়েছে। এই অভিযান ভারতের মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা প্রচেষ্টায় অটল প্রতিশ্রুতি প্রমাণ করেছে।
Leave feedback about this