2025-09-02
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

পঞ্চায়েত স্তরে সঠিক রোডম্যাপ তৈরি করে মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ চালিয়ে যেতে হবে: পঞ্চায়েতমন্ত্রী

জনতার আগরতলা প্রতিনিধি :- পঞ্চায়েত স্তরে সঠিক রোডম্যাপ তৈরি করে মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ চালিয়ে যেতে হবে। ব্লক প্রশাসনকে পঞ্চায়েত এলাকার মানুষের আরও কাছে নিয়ে যেতে হবে। আজ খোয়াই জেলা প্রশাসন কার্যালয়ের কনফারেন্স হলে পঞ্চায়েত দপ্তরের পর্যালোচনা বৈঠকে পঞ্চায়েতমন্ত্রী কিশোর বর্মন একথা বলেন। তিনি বলেন, রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সমাজের একেবারে অন্তিম ব্যক্তির কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে।

এক্ষেত্রে ব্লক এবং পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পঞ্চায়েত স্তরে কাজকর্ম সঠিকভাবে বাস্তবায়িত হলে এর সুফল সাধারণ মানুষ বেশি করে পাবেন। পঞ্চায়েতমন্ত্রী বলেন, গ্রামীণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে যে কর্মযজ্ঞ চলছে তার সুফল সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন দপ্তরকে সমন্বয় বজায় রেখে কাজ করতে হবে। পঞ্চায়েত স্তরে কাজ করতে গিয়ে যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেগুলিকে চিহ্নিত করে সমস্যাগুলি দূর করার পদক্ষেপ নিতে হবে। তবেই মানুষ বেশি করে উপকৃত হবেন।

খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় (দত্ত) উন্নয়নমূলক কাজকর্মের দিক দিয়ে খোয়াই জেলাকে রাজ্যের মধ্যে শ্রেষ্ঠ জেলা হিসেবে গড়ে তুলতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। জেলাশাসক রজত পন্থ বিভিন্ন প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার উপর গুরুত্ব আরোপ করেন। বৈঠকে খোয়াই জিলা পরিষদের সদস্য সচিব রাজীব পাল পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জেলায় যে সমস্ত প্রকল্প রূপায়িত হচ্ছে তার বিস্তারিত তথ্য তুলে ধরেন।

বৈঠকে উপস্থিত ছিলেন খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিংকু ভট্টাচার্য, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপা দেব, তেলিয়ামুড়া বি.এ.সি-র চেয়ারম্যান ভানলাল রাখল, কল্যাণপুর বি.এ.সি.-র চেয়ারম্যান ইন্দ্রানী দেববর্মা, পদ্মবিল বি.এ.সি-র চেয়ারম্যান প্রশান্ত দেববর্মা, তুলাশিখর বি.এ.সি-র চেয়ারম্যান প্রদীপ দেববর্মা, মুঙ্গিয়াকামী বি.এ.সি-র চেয়ারম্যান সুনীল দেববর্মা, পঞ্চায়েত দপ্তরের অধিকর্তা প্রসূন দে, খোয়াই মহকুমার মহকুমা শাসক নির্মল কুমার, তেলিয়ামুড়ার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য, ডি.এফ.ও. অশোক কুমার, খোয়াই জেলার অন্তর্গত বিভিন্ন ব্লকের বিডিওগণ এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service