জনতার কলম ওয়েবডেস্ক :- বৃহস্পতিবার গাগ্গাল বিমানবন্দরে পৌঁছলে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুরকে বিজেপির বিভিন্ন সংগঠন উষ্ণ অভ্যর্থনা জানায়। লোকসভা নির্বাচনের টিকিট পেয়ে হিমাচল পৌঁছে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, যে আমার প্রতি আস্থা দেখানোর জন্য এবং হামিরপুর কেন্দ্র থেকে পঞ্চমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমি প্রধানমন্ত্রী মোদী এবং দলের অন্যান্য সিনিয়র নেতাদের ধন্যবাদ জানাই।
আমি আত্মবিশ্বাসী যে প্রধানমন্ত্রী মোদীর কাজ এবং আমার প্রচেষ্টা আমাদের ইতিহাস লিখতে সাহায্য করবে। পাশাপাশি কংগ্রেসপার্টির ব্যাপারে বলতে গিয়ে তিনি জানান, ৬০ বছর শাসন করার পরেও কংগ্রেস দল সাংবিধানিক প্রতিষ্ঠানে বিশ্বাস করে না। এবারও কংগ্রেস তাদের নেতিবাচক রাজনীতির কারণে কম আসন পাবে।
Leave feedback about this