জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ন্যায্য দাবি আদায়ে মহাকরণ অভিযান জুটমিল শ্রমিক- কর্মচারীদের। মঙ্গলবার তারা এই কর্মসূচী পালন করে পূর্ব ঘোষণা মোতাবেক। আদালতের নির্দেশ মতো চতুর্থ বেতন পর্ষদের সুপারিশ মোতাবেক ১৯৯৬ সালের ১ জানুয়ারি কর্মরত ১ হাজার ৬৪৭ জন জুটমিল কর্মীদের ন্যায্য বকেয়া মিটিয়ে দেওয়ার দাবিতে মহাকরণ অভিযান করল জুটমিল শ্রমিক-কর্মচারী ও পেনশনার্সরা।
মঙ্গলবার জুটমিল শ্রমিক-কর্মচারী ও পেনশনার্সরা যৌথ ভাবে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দান থেকে মিছিল করে মহাকরণের উদ্দেশ্যে রওয়ানা হলে সার্কিট হাউসের সামনে তাদেরকে পথ আটকে দেয় পুলিস। পরবর্তী সময় সেখান থেকে ৫ সদস্যের এক প্রতিনিধি দল মহাকরণে গিয়ে রাজ্যের অর্থ দপ্তরের সচিবের কাছে ডেপুটেশন দেয়।
প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়নের সম্পাদক ধনমনি সিং। তিনি জানান জুট মিলের ১ হাজার ৬৪৭ জন শ্রমিক কর্মচারীদের বকেয়া এক সাথে মঞ্জুর করতে হবে। সুপ্রিমকোর্টের রায় অনুযায়ী বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে। দাবি আদাল্যে আগামী দিনে আন্দোলন জারি রাখার বার্তা দেওয়া হয়।
Leave feedback about this