2025-04-10
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

নেশা সামগ্রী সেবন করতে গিয়ে জনতার হাতে আটক এক যুবক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিশালগড়ে দিন দুপুরে নেশার আড্ডা। অথচ নীরব পুলিশ প্রশাসন। অবশেষে নেশাখোরদের ধরলো পাবলিক। দিন দিন বাড়ছে নেশাবানিজ্য। বর্তমান রাজ্য সরকার ত্রিপুরাকে নেশা মুক্ত ত্রিপুরা হিসাবে গড়ে তোলার কথা বললেও, বর্তমানে সম্পূর্ণ তা উল্টো। কারন যেভাবে বাড়ছে ত্রিপুরায় নেশাবাণিজ্য, তাতে এটাই বলা যায় বর্তমানে ত্রিপুরা এখন নেশার স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।

বিশেষ করে সিপাহীজলা জেলায় নেশার রমরমা বাণিজ্য দিন দিন বৃদ্ধি পেলেও পুলিশের ভূমিকা শূন্য। নেশা সামগ্রী সেবন করতে গিয়ে জনতার হাতে আটক এক যুবক। বৃহস্পতিবার সিপাহীজলা মূল ফটকের সামনে ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রসঙ্গত, সিপাহীজলা অভয়ারণ্যের পিকনিক স্পটে নেশাখোরদের আসর।

প্রতিদিন বখাটে উশৃংখল যুবকরা প্রকাশ্যে নেশায় আসক্ত হয়ে থাকে এই এলাকায় কিন্তু বিশালগড় থানার পুলিশের ভূমিকা শূন্য, নেই সঠিক টহলদারি, যার ফলে বাড়ছে নেশার আড্ডা। এদিন স্থানীয় কিছু যুবকরা সিপাহীজলা মূল ফটকের সামনে কিছু নেশাগ্রস্থ যুবকদের আটক করে। কাঠফাটা রোদে নেশাখোররা তাদের নেশা সেবন করতে একমাত্র স্থান বেছে নিয়েছেন সিপাহীজলার পিকনিক স্পট সহ মূল ফটকটি।

সেখানে সৌরভদাস নামে চড়িলামের এক যুবক ব্রাউন সুগারের ইঞ্জেকশন ও নেশার সিরিজ দিয়ে নেশা সেবন করার সময় স্থানীয়রা তাকে আটক করে। বর্তমানে সিপাহীজলা মূল ফটকটি এখন নেশার আখড়াই সম্পূর্ণ পরিণত হয়েছে। কর্তৃপক্ষ সম্পূর্ণ উদাসীন , প্রশাসনের প্রতি ক্ষোভ সাধারণ মানুষের।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service