2025-10-21
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

“নেশা সামগ্রী রেলপথে ঢুকছে, তদন্তে স্বচ্ছতার দাবি DYFI-এর”

জনতার কলম আগরতলা প্রতিনিধি:- ভারতীয় রেলপথে নেশা সামগ্রী প্রবেশের ঘটনার বিরুদ্ধে ত্রিপুরা রাজ্য কমিটি ডেমোক্র্যাটিক ইয়ুথ ফেডারেশন অফ ইন্ডিয়া (DYFI) সরব। মঙ্গলবার বিকাল চারটায় আগরতলা রেল স্টেশনে স্টেশন সুপারিন্টেডেন্টের নিকট একটি ডেপুটেশন জমা দেয় DYFI।

ডেপুটেশনে বিশেষভাবে জিরানীয়া স্টেশনে নেশা সামগ্রী উদ্ধারের ঘটনায় যারা যুক্ত, তাদের নাম প্রকাশের দাবি জানানো হয়েছে। DYFI ত্রিপুরা রাজ্য কমিটি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের প্রকাশের উপর জোর দিয়েছে।

ডেপুটেশনে উপস্থিত ছিলেন DYFI ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক নবারুন দেব, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শান্তনু দেব এবং রাজ্য কমিটির সদস্য আবুল হুসেনসহ পাঁচ সদস্যের প্রতিনিধি দল।

DYFI-এর পক্ষ থেকে বলা হয়েছে, নেশা সামগ্রী রেলপথে প্রবেশ রোধে কঠোর ব্যবস্থা না নিলে, যুব সমাজে মারাত্মক প্রভাব পড়বে এবং এটি রাজ্যের নিরাপত্তার জন্যও বড় হুমকি।

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service