2024-12-15
agartala,tripura
অপরাধ রাজ্য

নেশা কারবারিকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে দিল জনতা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ব্রাউন সুগারের কৌটা সহ নেশা কারবারিকে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা। ঘটনা বিলোনিয়া থানাধীন সুকান্ত নগর নতুন কলোনি এলাকায়। ধৃত নেশা কারবারির নাম সম্রাট দাস। অভিযোগ সম্রাট দাসের স্ত্রীও তার এই নেশা কারবারের সঙ্গে সহযোগিতা করতো। এলাকার যুবকরা যখন সম্রাটকে ধরতে যায় তখন তার স্ত্রী ও মা প্রথম বাধা সৃষ্টি করে। তারপরেও স্থানীয় যুবকরা তাকে বাড়ি থেকে বের করে প্রচন্ডভাবে মারধর করেছে বলে অভিযোগ। পরে পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় থানায়।

প্রসঙ্গত গোটা বিলোনিয়া মহকুমা জুড়ে নেশা কারবারিদের রমরমা বাণিজ্য চলছে। নেশায় আসক্ত হয়ে পড়ছে যুব সমাজ। সব কিছু জানা সত্ত্বেও হেলদোল নেই পুলিশের। প্রায় সময়ই নেশা সেবনকারী ও নেশাকারবারিদের ধরে স্থানীয় এলাকাবাসীরা পুলিশের হাতে তুলে দিলেও থানা থেকে পার পেয়ে যাচ্ছে টাকার বিনিময়ে ,এমনই গুঞ্জন রয়েছে বিলোনিয়া মহকুমা জুড়ে।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service