2024-12-19
agartala,tripura
অপরাধ রাজ্য

নেশার বিরুদ্ধে প্রতিবাদে নেমে আক্রান্ত একই পরিবারের চার ভাই

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে ক্রমশই বিস্তার লাভ করে চলেছে নেশা সাম্রাজ্য, একটি আন্তর্জাতিক চক্র এই ঘটনায় জড়িত আর এই চক্রের চক্রান্তকে গুঁড়িয়ে দিয়ে গোটা রাজ্যকে নেশা মুক্ত করার লক্ষ্যে জিরো টলারেন্স নীতি নিয়ে এগুচ্ছে রাজ্য সরকার। এই ক্ষেত্রে রাজ্যবাসীকেও এগিয়ে আসার আহ্বান জানান রাজ্যের স্বরাষ্ট্র তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে বিভিন্ন প্রান্তেই সভ্য নাগরিকরা নেশার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হচ্ছেন। বহু ক্ষেত্রেই জনগণ সাফল্য পাচ্ছেন তবে কিছু কিছু ক্ষেত্রে নেশার বিরুদ্ধে প্রতিবাদে নেমে আক্রান্ত হচ্ছেন জনসাধারণ এমনই একটি ঘটনা ঘটলো রাজধানীর চান্দিনা মুরা পিস্তল মাঠ এলাকায়, এই এলাকায় নেশা কারবারিদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আক্রান্ত ও রক্তাক্ত হলেন একই পরিবারের চার ভাই। আহতদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয় আগরতলার আইজিএম হাসপাতালে, এদিনের ঘটনা সম্পর্কে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা বলেন, অভিযুক্ত তিন ভাই দীর্ঘদিন ধরে এ ধরনের নেশা জাতীয় দ্রব্য সেবন করে আসছে এবং কারবার ও চালাচ্ছে, তা নিয়ে কথা বলতে গেলে এরা তাদের উপর চড়াও হয় এবং প্রচন্ড মারধর করে বলে জানিয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা খুবই গুরুতর। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service