2025-05-16
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য স্বাস্থ্য

নেশার বিরুদ্ধে প্রচারে নামলো ভলান্টিয়ারি হেলথ এসোসিয়েশন অফ ত্রিপুরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশার বিরুদ্ধে প্রচারে নেমেছে ভলান্টিয়ারি হেলথ এসোসিয়েশন অফ ত্রিপুরা। তাদের উদ্যোগে নেশা মুক্ত ভারত অভিযান এর লক্ষ্যে একটি প্রচারগাড়ি পথে নেমেছে। পশ্চিম ত্রিপুরা জেলার সব জায়গায় দুদিন নেশা মুক্ত ভারত অভিযান নিয়ে মানুষের মধ্যে সচেতনতা জাগানোর চেষ্টা করবে এই ভ্যান।

শুক্রবার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সামনে থেকে এর যাত্রা শুরু হয়। পশ্চিম জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি সবুজ পতাকা নেড়ে এর সূচনা করেন। নেশাজাত সামগ্রী মানুষের কিভাবে শারীরিক ও মানসিক ক্ষতি করে, পরিবারের উপর এর কি প্রভাব পড়ে, আর্থিক সংকট এই সমস্ত বিভিন্ন বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা জাগানোর লক্ষ্যে এই ভ্যান বিভিন্ন এলাকায় ঘুরবে। ভলান্টিয়ারি হেলথ এসোসিয়েশন অফ ত্রিপুরার এই উদ্যোগের বেশ প্রশংসা করেন জেলা পরিষদের প্রতিনিধিরা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service