জনতার কলম আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার নলচর কেমতলি বৈদ্যমুড়া এলাকায় এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী থাকল স্থানীয়রা। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় এক পিতা নিজের ১৩ বছরের ছেলেকে পিটিয়ে হত্যা করে দেহ ফেলে দেয় নিকটবর্তী রাবার বাগানে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির নাম শিমুল দাস। সে নিজের ছেলে অনুপম দাসকে নৃশংসভাবে মারধর করে হত্যা করে। ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মেলাঘর থানার পুলিশ।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে শিশুটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।অভিযুক্ত পিতা শিমুল দাসকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, নেশার ঘোরেই সে এই জঘন্য কাজটি করেছে।





Leave feedback about this