জনতার কলম আগরতলা প্রতিনিধি :-দেশের প্রধানমন্ত্রীকে অশ্লীল ভাষায় গালমন্দ করা এক মহিলাকে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ‘ভদ্রমহিলা’ বলে সম্বোধন করায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এই ধরনের মন্তব্য মানিক সরকারের মতো একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর মুখে শোভা পায় না। উনার থেকে এমন প্রত্যাশা কেউ করেনি।”
বিপ্লব দেব আরও বলেন, “যদি মানিক সরকারের ক্ষেত্রেও কেউ এমন ভাষা ব্যবহার করতেন, আমি নিজেই তার তীব্র প্রতিবাদ করতাম।” তিনি অভিযোগ করেন, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীও এই ঘটনায় নীরব থেকে আসলে পরোক্ষভাবে এমন আচরণকেই সমর্থন দিচ্ছেন।
কমলপুর ও শান্তিরবাজার ঘটনার প্রসঙ্গে বক্তব্য
বিপ্লব দেব কমলপুর ও শান্তিরবাজারে আন্দোলনের নামে হামলার ঘটনাকেও তীব্র ভাষায় নিন্দা জানান। তিনি বলেন, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের বক্তব্যে উচ্চারণজনিত ত্রুটিকে বিকৃত করে কমিউনিস্টরা যে বিভ্রান্তি ছড়াচ্ছে, তা অত্যন্ত নিন্দনীয়।
‘কমিউনিস্টরা এখন সমাজে খাপ খায় না’
প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, “এই সমাজব্যবস্থায় কমিউনিস্টরা আর খাপ খায় না। ২০২৮ তো দূরের কথা, ২০৮৮ সালেও তারা ক্ষমতায় আসতে পারবে না। মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।”
তিনি আরও বলেন, “নৃপেন চক্রবর্তীর মতো নেতাদের দলকে আজ তারা কোথায় নামিয়ে এনেছে! দুনিয়া থেকে কমিউনিস্টরা ধীরে ধীরে মুছে যাচ্ছে, কারণ তাদের ব্যর্থতা মানুষ বুঝে গেছে। যুব সমাজও আর তাদের সঙ্গে নেই।”
মোদীর প্রশংসা, মনমোহন সিংয়ের সমালোচনা
বিপ্লব দেব বলেন, “নরেন্দ্র মোদী একজন প্রো-নর্থ ইস্ট নেতা। তাঁর নেতৃত্বেই উত্তর–পূর্ব ভারতের সর্বাধিক উন্নয়ন হয়েছে। অথচ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, যিনি এই অঞ্চলেরই মানুষ, তিনি তাঁর আমলে উত্তর–পূর্বের উন্নয়নে তেমন কিছুই করেননি। রাজ্যের মানুষ তা ভালো করেই জানেন।”
জনজাতি কল্যাণে মোদী সরকারের ভূমিকা
ত্রিপুরার রাজনীতি প্রসঙ্গে বিপ্লব দেব বলেন, “প্রদ্যুৎ কিশোর দেববর্মনও ভালো করেই জানেন যে মোদীজিই জনজাতিদের প্রকৃত উন্নয়ন করবেন। ত্রিপুরায় মোদীর নেতৃত্বেই জনজাতি সমাজের সর্বাধিক কল্যাণ হয়েছে।”
পশ্চিমবঙ্গ প্রসঙ্গেও কটাক্ষ
বিপ্লব দেব বলেন, “পশ্চিমবঙ্গ মনীষীদের পুণ্যভূমি, সংস্কৃতির আধার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে সেই গৌরব আজ ধুলায় মিশে গেছে। মেয়েরা নিরাপত্তাহীন। শুধুমাত্র মোদীর নেতৃত্বেই পশ্চিমবঙ্গবাসী প্রকৃত নিরাপত্তা ও স্থিতিশীলতা পেতে পারেন।”
তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ তা বাস্তবে প্রমাণ করে দেখাবে।”
বিপ্লব দেবের বক্তব্যে পরিষ্কার—বামপন্থীদের নৈতিক অবস্থান ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিজেপি আত্মবিশ্বাসী, আর মোদীর নেতৃত্বেই উত্তর–পূর্ব ও ত্রিপুরার উন্নয়ন অব্যাহত থাকবে।

Leave feedback about this