জনতার কলম ওয়েবডেস্ক :- ভোটার তালিকা সংশোধন নিয়ে ইতিমধ্যেই উত্তাল রাজ্য-রাজনীতি। নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। শুধু ঘাসফুল শিবিরই নয়, ক্ষোভ উগরে দিয়েছে অন্যান্য বিরোধীরাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য শেষ হওয়া ২১শে জুলাইয়ের সভা মঞ্চ থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে বাংলায় তিনি এস আই আর হতে দেবেন না। এখানেই শেষ নয়, তৃণমূল সুপ্রিমো রীতিমতো নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুমকিও দেন।
এবার এই ইস্যুতে নিজের অবস্থান জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার এর সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তিনি বলেন, বিভাজন ও বৈষম্যের রাজনীতি করছে বিজেপি। বিজেপি হিংসার রাজনীতি করছে। এস আই আর এর নামে বাঙালিদের অত্যাচার করতে চাইছে। হেনস্থা করছে। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। অভিষেক অভিযোগ করে বলেন, বিহারে কুকুরের নামে ডুয়ো ভোটার কার্ড করেছে বিজেপি। ভুয়ো ভোটার কার্ড করে ভোট লোটার চেষ্টা করছে।তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মতে এটি একটি চক্রান্ত বাঙালিদের ভোটাধিকার কেড়ে নেওয়ার। এখানেই শেষ নয়, তিনি বাঙালিদের অবদান তুলে ধরার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগেবও দাবি তোলেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাঙালিদের নাগরিক অধিকার খর্ব করা হচ্ছে এসআইআরের নামে। যাদের মধ্যে কোন ইচ্ছাই নেই বাংলা ও বাঙালিকে চেনার, তাদের কোন ধারণাই নেই বাংলার ইতিহাস সম্পর্কে। চার চারটি নোবেলজয়ী দিয়েছে এই বাংলা। বাঙালির অবদান কী ছিল স্বাধীনতা আন্দোলনে, তা ভুলে গেলে চলবে না।’ অমিত শাহের পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, ‘যেই সরকার সংবিধান মানে না, লঙ্ঘন করে নাগরিক অধিকার, তার নেতৃত্বে থাকা ব্যক্তির পদে থাকার কোন অধিকার নেই।’অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরও অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপির চাটুকারিতা করছে, দাসত্ব করছে। বিজেপির তল্পিবাহক কমিশন। বাংলায় হেরেছে বলে বাংলার মানুষের ভোটাধিকার কাড়ছে।
বর্তমানে বঙ্গ ও জাতীয় রাজনীতিতে হইচই ফেলে দিয়েছে নির্বাচন কমিশনের স্পেশাল ইনটেনসিভরিভিশন (এসআইআর)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই এই ব্যাপারে সরব হয়েছেন। শুধু তাই নয়, বিজেপি বিরোধী দলগুলির বক্তব্য, কমিশনের মূল উদ্দেশ্য বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়া। এক কথায় বলতে গেলে, কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে পড়তে হয়েছে তীব্র কটাক্ষের মুখে।
এবার এই ইস্যু নিয়ে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এটা একটা কৌশল, ভোটের আগে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার। নির্বাচন কমিশন কাজ করছে বিজেপির ইশারায়।’ এছাড়াও ঘাসফুল শিবিরের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিজেপির বিরুদ্ধে ভোট লুট করে ক্ষমতায় আসার অভিযোগ তোলেন। প্রসঙ্গত, এসআইআর নিয়ে সদ্য শেষ হওয়া ২১শে জুলাই সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে বাংলায় তিনি তা হতে দেবেন না। শুধু তাই নয়, নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেন।
Leave feedback about this