2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য শিক্ষা

নির্বাচনে শাসকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, পরে ক্লোজ চ্যাপ্টার, আবারো ফিরে এলো সরকারের দুয়ারে 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিন নিরব থাকার পর নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে আবারো যেন রাস্তায় নামতে শুরু করেছে চাকুরিচ্যুত ১০৩২৩ শিক্ষক শিক্ষিকারা। রাজ্যে দ্বিতীয়বারের মতো বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার প্রতিষ্ঠিত হবার পর অনেকটা ক্লোজ চ্যাপ্টার হয়ে পড়ে ১০৩২৩। বিধানসভা নির্বাচনে চাকুরিচ্যুত এই শিক্ষক-শিক্ষিকারা কার্যত বর্তমান শাসকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সরাসরি নির্বাচনী প্রচারে নামে। কিন্তু নির্বাচনী ফলাফলে বিরোধীরা প্রত্যাশিত ফলাফল করতে না পারায় ১০৩২৩ ইস্যুটিকে অনেকেই ক্লোজ চ্যাপ্টার বলে মনে করে। যদিও নির্বাচনের আগে ১০৩২৩ এর মন পেতে মুখ্যমন্ত্রী বিষয়টির সুরহা করার নাম করে একটি অ্যাডভাইজারি কমিটি গঠন করে। ইতিমধ্যেই এই কমিটি তাদের রিপোর্ট পেশ করে সরকারের নিকট। কিন্তু এখনো পর্যন্ত এই রিপোর্ট জনসম্মুখে তুলে ধরা হয়নি। আর এই বিষয়টিকে হাতিয়ার করেই বিদ্যালয়ের মুখী করার দাবি নিয়ে এবার রাস্তায় নামলো ১০৩২৩ জয়েন্ট মুভমেন্ট কমিটি। শনিবার এমনটাই দেখা গেল আগরতলা শিক্ষা ভবনে। জয়েন্ট মুভমেন্ট কমিটির অন্যতম নেতৃত্ব বিজন কৃষ্ণ সাহার নেতৃত্বে এক প্রতিনিধি দল শিক্ষা অধিকর্তার সাথে দেখা করে তাদের দাবী সনদ স্মারকলিপি তুলে দেন। তাদের দাবি অবিলম্বে মুখ্যমন্ত্রী নির্দেশে গঠন হওয়া অ্যাডভাইজারি কমিটির রিপোর্ট প্রকাশ করতে হবে। এডভাইজারি কমিটির রিপোর্ট অনুসারে ১০৩২৩ শিক্ষকদের পুনরায় বিদ্যালয় মুখি করতে হবে। এরকম বেশ কয়েকটি দাবি এদিন চাকুরিচ্যুত শিক্ষকরা তুলে ধরেন শিক্ষা অধিকর্তার নিকট। তাদের এই ডেপুটেশনকে ঘিরে বিভিন্ন মহলে উঠছে এখন নানা প্রশ্ন। তাহলে কি বিগত পাঁচ বছরের ন্যায় আবারো ধারাবাহিক আন্দোলনের পথে চলেছে ১০৩২৩। যদিও সময়েই বলা যাবে তার উত্তর ।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service