2024-12-16
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

নির্বাচনি সন্ত্রাস বন্ধ এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে পুলিশের মহানির্দেশকের কাছে স্মারকলিপি জমা দিলেন কংগ্রেস সভাপতি 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় বিরোধী কংগ্রেস নেতা-কর্মীদের উপরে আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ। শান্তিপূর্ণ অবাধ নির্বাচনের জন্য এসব সন্ত্রাস বন্ধ এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে পুলিশের মহানির্দেশকের কাছে স্মারকলিপি জমা দিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।

শুক্রবার বিকেলে তিনি সাক্ষাৎ করেন পুলিশ সদরে গিয়ে। উনার সঙ্গে ছিলেন কংগ্রেসের কর্মচারী নেতা শান্তি রঞ্জন দেবনাথ, মহিলা ও যুব সংগঠনের সভাপতিদ্বয় যথাক্রমে শর্বাণী ঘোষ চক্রবর্তী, নিল কমল সাহা সহ ৫ জনের প্রতিনিধি। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর ধর্মনগরে কংগ্রেস নেত্রী গৌরি বিশ্বাসকে হুমকি দেওয়া হয়।

তিনি থানায় মামলা দায়ের করেন। মামলা করায় শুক্রবার নেত্রীর বাড়িতে হামলা করে বিজেপি দুর্বৃত্তরা বলে অভিযোগ উনার। বিশালগড়ে কংগ্রেস দলের কার্যালয় ভাংচুর করা হয়েছে। বিশালগড়ে এক কংগ্রেস কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনা তুলে ধরেন প্রদেশ কংগ্রেস সভাপতি সন্ত্রাস বন্ধের দাবি জানান। তবে এখন দেখার পুলিশ কি ব্যবস্থা নেয়।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service