2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

নিয়োগ প্রক্রিয়া বাতিলের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল বাম ছাত্র যুব সংগঠনের 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা বিধানসভায় নিয়োগ প্রক্রিয়া বাতিল করার প্রতিবাদ জানিয়ে রাজপথে নামল বাম ছাত্র যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, উপজাতি যুব ফেডারেশন, ভারতের গণতান্ত্রিক ছাত্র ফেডারেশন ও উপজাতি ছাত্র ইউনিয়ন। শুক্রবার বিকেলে চার ছাত্র-যুব সংগঠনের নেতা-কর্মীরা নিয়োগ প্রক্রিয়া বাতিলের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল বের করে।

রাজধানীর মেলারমাঠ থেকে বের হয় মিছিল। নেতৃত্ব দেন নবারুণ দেব,পলাশ ভৌমিক, কৌশিক রায় দেববর্মা, সন্দীপন দেব, সুজিত ত্রিপুরা, সুলেমান আলি সহ অন্যরা। তারা রাজধানীর পোস্ট অফিস চৌমুহনী পর্যন্ত ঘুরে এসে আচমকা প্যরাডাইস চৌমুহনীতে পথ অবরোধ করে বসে।পথ অবরোধের ফলে ব্যস্ততম সময়ে যানবাহন আটকে যায়। পরে ১০ মিনিট পর তারা পথ অবরোধ তুলে নেয়।

বাম ছাত্র যুব নেতৃত্বের অভিযোগ, বিজেপি সরকারের বেকার বিরোধী নীতিতে একের পর এক নিয়োগ প্রক্রিয়া বাতিল হচ্ছে। উল্লেখ্য, ত্রিপুরা বিধানসভায় গ্রুপ-সি ও গ্রুপ-ডি ৩৭ টি পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। বেকাররা আবেদনও করেছিলেন। কিন্তু শুক্রবার আচমকা তা বাতিল করে দেওয়া হয় বিধানসভার তরফে।

পাশাপাশি আরও অভিযোগ টি আই টিতে ৬ টি সহকারী অধ্যাপকের পদে নিয়োগের জন্য টি পি এস সি যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল তাও বাতিল করে দেওয়া হয়। এর তীব্র নিন্দা জানান বাম ছাত্র-যুব নেতৃত্ব।তারা বিজেপি সরকারকে বেকার বিরোধী বলে আখ্যা দেন।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service