2024-12-28
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

নিয়োগের দাবিতে বিক্ষোভ প্রদর্শন ফায়ার কর্মী ও ড্রাইভার পদে চাকুরী প্রত্যাশীরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শূন্য পদ পূরণের প্রক্রিয়া তরাম্বিত করার দাবিতে শনিবার অগ্নি নির্বাপক দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করতে আসা চাকরিপ্রার্থীদের আটকে রাখা হলো বলে অভিযোগ ।চাকরির প্রার্থীরা অবিলম্বে মৌখিক পরীক্ষা গ্রহণের দাবি জানান।

২০২১ সালে মন্ত্রিসভার বৈঠকে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়িচালক এবং পুরুষ ফায়ারম্যান পদে ২৪৫ টি শূণ্যপদ পূরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।এই সিদ্ধান্তক্রমে পরবর্তী সময়ে চাকরির প্রার্থীদের থেকে আবেদন পত্র সংগ্রহ করা হয়। আবেদন প্রার্থীদের শারীরিক পরীক্ষা ও অনুষ্ঠিত হয় ।পরে লিখিতে পরীক্ষা অনুষ্ঠিত হয় ।কিন্তু এখন পর্যন্ত সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়ার মৌখিক পরীক্ষা গ্রহণ করা হচ্ছে না।

অবিলম্বে মৌখিক পরীক্ষা গ্রহণ করে শূন্য পদ পুরনের ব্যবস্থা গ্রহণের দাবিতে শনিবার কর্ম প্রার্থীরা অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদানের জন্য জড়ো হন ।কিন্তু তাদের ডেপুটেশন প্রদান করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং অবিলম্বে শূন্য প দ পূরণের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য দাবী জানান চাকরিপ্রার্থীরা।

এদিন এই ডেপোটেশন প্রধান কে কেন্দ্র করে ফায়ার ব্রিগেড চৌমুহনী এলাকায় প্রচুরসংখ্যক চাকরি প্রার্থীরা জড়ো হয়। এর ফলে এলাকায় যানজটের কিছুটা সমস্যা দেখা দেয় ।পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

 

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service