জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দ্রুত নিয়োগের দাবিতে ফের শিক্ষা ভবনে ২০২২ সালের টেট উত্তীর্ণরা। তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান তাদের অতি সত্ত্বর নিয়োগ করার। ২০২২ সালে টেট উত্তীর্ণ হয়েছেন ৩৬১জন। বর্তমানে এই সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় ৩০০ জনে। অভিযোগ তাদের এখনও নিয়োগ করা হয়নি। অথচ পড়ে রয়েছে বহু শূন্যপদ।
নিয়োগের দাবিতে চাকরি প্রত্যাশীরা বার কয়েক শিক্ষা ভবনে আসেন। তারা আধিকারিকদের সঙ্গে বার কয়েক দেখা করলে একেকজন ভিন্ন কথা বলেন। ফলে তারা হতাশ। চাকরি প্রত্যাশীরা জানান এতো পরিশ্রম করেও তাদের চাকরি জুটছে না। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেও সুযোগ পাননি। এই অবস্থায় হতাশ টেট উত্তীর্ণরা মঙ্গলবার ফের শিক্ষা ভবনে আসেন। কোন সদুত্তর পাননি তারা। তাই এদিন ফের চাকরি প্রত্যাশীরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান তাদের নিয়োগের বিষয়টি দেখার জন্য।
Leave feedback about this