2024-12-14
agartala,tripura
রাজ্য শিক্ষা

নিয়োগের দাবিতে এবার মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করলো টেট উত্তীর্ণরা

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নিয়োগের দাবিতে এবার মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করলো ২০২২ সালের টেট উত্তীর্ণরা। টেট পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা জানায় ২০২২ সালের ডিসেম্বর মাসে টেট পরীক্ষা হয়েছিল। পরীক্ষায় বসেছিল প্রায় ৪০ হাজার চাকরি প্রত্যাশী। কিন্তু টেট পরীক্ষায় পাশ করেছে মাত্র ২৪৯ জন। যথারীতি তাদেরকে সার্টিফিকেটও দেওয়া হয়েছে।

কিন্তু বর্তমানে তাদেরকে নিয়োগ করা হচ্ছে না। চাকুরিতে নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে তারা দাবি জানিয়ে আসছে। কাজের কাজ কিছুই হচ্ছে না। তারা বহুবার মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার প্রচেষ্টা করেও তারা ব্যর্থ হয়। মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য বহুবার তারা আবেদন জানিয়েছে।

কিন্তু তাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে না। তাই বাধ্য হয়ে এদিন তারা মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করেছে। টেট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও-র খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পূর্ব আগরতলা থানার পুলিশ। শেষ পর্যন্ত পুলিশ চাকরি প্রত্যাশীদের গ্রেপ্তার করে অস্থায়ী ক্যাম্পে নিয়ে যায়। পরে তাদেরকে বিনা শর্তে মুক্তি দেওয়া হয়। দাবি উঠেছে তাদের দ্রুত নিয়োগের।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service