2024-11-15
agartala,tripura
অপরাধ রাজ্য শিক্ষা

নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে এনআইটি-র বাস 

 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অটোকে পাস দিতে গিয়ে রাস্তার পাশের পুকুরে ঝাপ দিল এনআইটির বাস । আহত বহু। বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায় । রাণীর বাজার থানাধীন চকবস্তা এলাকায় ঘটে এই ঘটনা।অটোকে পাতে দিতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার মুখে এনআইটির ছাত্র বোঝাই বাস। বাসে ৪০ জনেরও বেশি ছাত্র-ছাত্রি ছিলো। আগরতলার দিক থেকে এনআইটির দিকে জাওয়ার পথে রাণীরবাজারের চকবস্তা এলাকায় ঘটে দুর্ঘটনা। এই প্রসঙ্গে বাসে থাকা এক ছাত্রি জানিয়েছে, TR01B-1385 নম্বরের এনআইটি’র ছাত্রবোঝাই বাসটি কলেজের দিকে যাবার পথে একটি অটো সামনের দিকে চলে আসায় অটোটিকে পাস দিতে গিয়েছিলেন বাস চালক। তখনই বাসটি রাস্তার ভাঙা অংশে পড়ে গিয়ে সেটি পুকুরে গিয়ে উল্টে যায়। তবে স্বস্তির খবর হলো আহতদের আঘাত তেমন কোনো গুরুতর নয়। এদিকে ঘটনার খবর পাওয়ার পরপরই সেখানে ছুটে জান এনআইটির আধিকারিকগন। তারা জানিয়েছেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হাস্পাতাল সুত্রে জানা গেছে, এখনো পর্যন্ত জাদেরকে জিবিতে আনা হয়েছে, তারা হলো, একা মজুমদার, স্নিগ্ধা পাল, সহকারী গাড়ি চালক শঙ্কর দাস, অভিশেক শিং, এবং তামান্না দাস। এই দুর্ঘটনার খবরে রানীরবাজার এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service