2024-12-19
agartala,tripura
রাজ্য

নিত্যানন্দ মহাপ্রভুর আবির্ভাব তিথি পালিত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পরমদয়াল পতিতপাবন প্রেমদাতা নিত্যানন্দ প্রভুর আর্বিভাব তিথি শুভ নিত্যানন্দ ত্রয়োদশী ছিল বৃহস্পতিবার। বীরভূম জেলায় অবস্থিত এক চক্রাধামে কলিযুগ পাবনাবতার, প্রেমদাতা, পরমদয়াল, করুনাময় শ্রী নিত্যানন্দ প্রভু আর্বিভূত হন। তার পিতার নাম শ্রী হাড়াই পন্ডিত, মাতা ছিল শ্রীমতি পদ্মাবতী। এ দিন নিত্যানন্দ ত্রয়োদশী উপলক্ষে ইসকন মিশনের প্রতিটি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে গৌড় নিতাই এর অভিষেক পাশাপাশি চলছে বিশেষ পূজা অর্চনা এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ। আগরতলার ইসকন মন্দিরে ও ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ পূজার্চনা ।এই অনুষ্ঠানকে ঘিরে ভক্তদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service