2024-12-15
agartala,tripura
রাজ্য স্বাস্থ্য

নিজে বাঁচতে ও অন্যকে বাঁচাতে গাছ অত্যন্ত প্রয়োজনীয়

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-গাছের কোন বিকল্প নেই। তাই সমাজের সব অংশের মানুষের স্বার্থে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রত্যেকেরই উচিত বৃক্ষরোপনের। আগরতলা অরবিন্দ সংঘের প্রতিষ্ঠা দিবসে ঋষি অরবিন্দের জন্ম সার্ধশতবর্ষ এবং দেশের ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ উৎসবে অংশ নিয়ে এই আহ্বান রাখেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

 

আমরাই পারি গড়তে সবুজ ত্রিপুরা -এই বার্তা নিয়ে রাজধানী আগরতলার অরবিন্দ সংঘের ৬৯ তম প্রতিষ্ঠা দিবসে ঋষি অরবিন্দের জন্ম সার্ধশতবর্ষ এবং ভারতবর্ষের ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করা হয় বৃক্ষরোপণ উৎসবের। মঙ্গলবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই বৃক্ষরোপণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, কর্পোরেটর অলক রায় সহ আরো বিশিষ্ট জনেরা। অরবিন্দ সংঘ প্রতিনিয়তই নানা সমাজসেবামূলক কর্মসূচি সংঘটিত করে থাকে। এবার ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করার জন্য ক্লাব কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে মেয়র বলেন, নিজে বাঁচতে ও অন্যকে বাঁচাতে গাছ অত্যন্ত প্রয়োজনীয়। গাছের প্রয়োজন কতটুকু রয়েছে তা প্রত্যেকেই ব্যক্তিগত জীবনে অনুভব করছেন। তাই প্রত্যেকেরই উচিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করা।

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service