জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাড়ি থেকে নিখোঁজ হওয়া ব্যক্তির মৃতদেহ অবশেষে নিখোঁজের দুদিন পর উদ্ধার হল পুকুর থেকে। মৃত ব্যক্তির নাম জগদীশ দেবনাথ। বয়স আনুমানিক ৫৮ বছর। ঘটনা চম্পকনগর এলাকায়। নিখোঁজ হওয়া দুইদিন পর পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায় চম্পকনগর এলাকার বাসিন্দা জগদীশ দুদিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যায়। তার পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েও কোন সন্ধান পায়নি জগদীশের। তাই বাধ্য হয়ে পরিবারের লোকজন থানাতে একটি নিখোঁজ ডায়েরি করে। এর মধ্যেই বুধবার সকাল ১১ টায় এলাকারই এক ব্যক্তি একটি পুকুরে মাছ ধরতে যায়। এই ব্যক্তি পুকুরের মধ্যে জগদীশের মৃতদেহটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে খবর দেয় জগদীশের পরিবারের লোকজনদের। পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে জগদীশের মৃতদেহটি পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে খবর দেয় চম্পক নগর থানার পুলিশকে। আর এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহটি উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। পরে মৃতদেহটি ময়না তদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। তবে কি ভাবে জগদিশের মৃত হয়েছে সে বিষয়ে কিছুই জানা যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।
Leave feedback about this