2024-12-15
agartala,tripura
রাজ্য স্বাস্থ্য

নিউরো সংক্রান্ত বিষয়ে বহিররাজ্যে রেফার শূন্যে নেমেছে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নিউরোসার্জেন্ট এর জন্য ত্রিপুরা থেকে বহিরাজ্যের রেফারের সংখ্যা শূন্যে নেমে এসেছে । ২০১৯ সালে আগরতলা জিপিপি হাসপাতালে নিউরো সার্জন বিভাগ খোলার পর থেকে ২০২৩ সাল পর্যন্ত ১ হাজার৩৫০ টি নিউরো সংক্রান্ত অপারেশন হয়েছে । বর্তমানে জিবিপি হাসপাতালে দুইজন নিউরোসার্জেন্ট রয়েছে । নতুন করে আরেকটি অপারেশন থিয়েটার তৈরি করা হয়েছে । তাছাড়াও প্রতি মঙ্গলবার আউটডোরে নিউরো সংক্রান্ত রোগীদের দেখা হয় । বৃহস্পতিবার জিবিপি হাসপাতালের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে জারি হয়েছেন ডাঃ এ সিদ্ধা রেড্ডি ।আগামী দিনে নিউরো সার্জেন্ট বিভাগটিকে আরও সুচারু ভাবে সাজিয়ে তোলা হবে ।

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service