জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- না ফেরার দেশে চলে গেলেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক পার্থ সেনগুপ্ত। বেশ কিছুদিন ভর্তি ছিলেন জিবি হাসপাতালে। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। ডেইলি দেশের কথায় শেষের বছরগুলিতে সাংবাদিকতা করেছেন। কোভিডে আক্রান্ত হওয়ার পরে, জটিল স্নায়ু রোগ দেখা দিয়েছিল পার্থ সেনগুপ্তের। চলাফেরা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। ঘরের বাইরে যাওয়ার কোন উপায় ছিল না। দিন কয়েক আগে বাথরুমে পড়ে গিয়ে চোট পেয়েছিল। সঙ্গে সঙ্গেই জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা জানায় স্ট্রোক হয়েছিল তার। মাথায় প্রচন্ড রক্ত জমে গিয়েছে। শেষ পর্যন্ত শুক্রবার শেষ রাতে পরলোকে পাড়ি দিলেন পার্থ সেনগুপ্ত। পার্থ সেনগুপ্ত নামে সবাই চিনলেও প্রকৃত নাম ছিল প্রশান্ত সেনগুপ্ত। শনিবার সকালে প্রয়াতের মরদেহ নিয়ে আসা হয় আগরতলা প্রেসক্লাবে। আগরতলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন পার্থসেন গুপ্ত। তার এই অকাল প্রয়াণে গভীর শোকাহত সাংবাদিক মহল। সদা মৃদু হাসিমুখের পার্থ সেনগুপ্ত ছিলেন প্রত্যেক সাংবাদিকের প্রিয় পার্থদা হিসেবেই। প্রেসক্লাবে তার মরদেহে পুষ্পার্ঘ অর্পণ করে অন্যান্য বরিষ্ঠ সাংবাদিক, সাংবাদিক ও চিত্র সাংবাদিকরা শেষ শ্রদ্ধা নিবেদন করেছে। গভীর শোকাহত হয়ে তার আত্মার চিরশান্তি কামনা করেছে ক্লাবের বর্তমান সভাপতি জয়ন্ত ভট্টাচার্য।
Leave feedback about this