2025-07-15
Ramnagar, Agartala,Tripura
ধর্ম রাজনৈতিক রাজ্য

নাস্তিকতা ছেড়ে ভগবানে বিশ্বাসী হতে শঙ্কর প্রসাদ দত্তকে হনুমানের ছবি দিলেন বিজেপি কর্মীরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এবার শুরু হলো সংকট মোচন হনুমানজিকে নিয়ে রাজনীতি সম্প্রতি রাজধানীর মুক্তধারা হলে মোটর শ্রমিক ইউনিয়নের এক অনুষ্ঠানে প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত পবন পুত্র হনুমানকে নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছেন বলে অভিযোগ। তাতেই মনক্ষুন্ন হয় ৬ আগরতলা মন্ডলের কার‍্যকর্তারা।

তাই মঙ্গলবার তারা সিটুর রাজ্য সম্পাদক তথা প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্তের বাড়িতে যান। তাকে হনুমান চলিসা ও একটি হনুমানজির ছবি দিয়ে আসেন। উদ্দেশ্য উনার যেন শুভ বুদ্ধির উদয় হয় এবং নাস্তিকতা ছেড়ে ভগবানে বিশ্বাসী হন। ৬ আগরতলা মন্ডলের বিজেপি কার‍্যকর্তারা ও এলাকাবাসী মিলে উনার বাড়িতে গিয়ে অনেকটা সময় আলোচনা করেন।

সিটু নেতা শঙ্কর প্রসাদ দত্তও বেশ খোশ মেজাজেই তাদের সঙ্গে কথা বলেন। বিজেপি কর্মীদের সঙ্গে ছবি তুলেন। তবে তিনি কোন পরিপ্রেক্ষিতে হনুমানজির প্রসঙ্গ টেনেছেন তা বিজেপি কার‍্যকর্তাদের বলে বুঝানোর চেষ্টা করেন। এদিকে বিজেপি কার্যকর্তারা উনাকেহিন্দু ধর্মের প্রতি ও দেবদেবীর প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পরামর্শ দেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service