জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আমাদের রাজ্য ও দেশের স্বাস্থ্য পরিকাঠামো দ্রুত পরিবর্তিত হচ্ছে। তাই স্বাস্থ্য ক্ষেত্রে প্রয়োজন দক্ষ নার্সিং স্টাফের। নার্সগণ স্বাস্থ্য পরিষেবা এবং সমাজের মধ্যে সংযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আজ মেলাঘরের সর্বোদয়া ইনস্টিটিউশন অব নার্সিংয়ের জিএনএম-এর চতুর্থ ব্যাচ এবং এএনএম-এর ষষ্ঠ ব্যাচের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে একথা বলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু।
আগরতলার সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে এই অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে রাজ্যপাল সর্বোদয়া ইনস্টিটিউশন অব নার্সিংয়ের ম্যাগাজিন ‘গ্লোস্পায়ার’-এর আবরণ উন্মোচন করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, বর্তমান বিশ্বে স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে আরও দক্ষ নার্স প্রয়োজন। তিনি নার্সদের ধৈর্য্য সহকারে সেবা, দয়া, শ্রদ্ধা এবং মর্যাদাপূর্ণ ভাব নিয়ে স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতীমা ভৌমিক।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন স্কুলের সচিব স্বামী শুভকারানন্দ মহারাজ, মেডিকেল এডুকেশন দপ্তরের অধিকর্তা প্রফেসর এইচ পি শর্মা। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের শপথ বাক্য পাঠ করান শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাঙ্গালুরুস্থিত সর্বোদয়া ইনস্টিটিউট অব নার্সিংয়ের অধ্যক্ষ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের মেলাঘর বিভাগের প্রশাসনিক আধিকারিক স্নেহাশিষ ভৌমিক। রাজভবন থেকে আজ এই সংবাদ জানানো হয়েছে।
Leave feedback about this