জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের মহিলাদের কর্মসংস্থান ও নিরাপত্তা সুনিশ্চিত করা সহ সব অংশের মানুষের জরুরী বেশ কয়েকটি দাবীকে সামনে রেখে এবার রাস্তায় নামল বামপন্থী নারী সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। সংগঠনের রাজ্য কমিটির উদ্যোগে মঙ্গলবার আগরতলা শহরে অনুষ্ঠিত হলো দাবি গুলিকে সামনে রেখে মিছিল ও নারী সমাবেশ। এদিন রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে মহিলাদের মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমনিতে আয়োজিত নারী সমাবেশে মিলিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন নারী সমিতির সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা মরিয়ম ধাওয়ালে, কেন্দ্রীয় নেতৃত্ব রমা দাস, ঝর্ণাদাস বৈদ্য, রাজ্য সম্পাদিকা স্বপ্না দত্ত প্রমূখ। নারী সমাবেশে বক্তব্য রাখেন সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা সহ সিপিআইএম রাজ্য সম্পাদক বিধায়ক জিতেন্দ্র চৌধুরী নারী সমিতির রাজ্য সম্পাদিকা স্বপ্না দত্ত। সমাবেশে সভানেত্রী হিসেবে ছিলেন সংগঠনের রাজ্য সভানেত্রী রমণী দেববর্মা। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে নারী সমিতির সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা মরিয়ম ধাওয়ালে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন বিজেপি সরকার একের পর এক প্রতিশ্রুতির খেলাফ করছে। এই সরকার জুমলা সরকার জুমলা। একই অবস্থা ত্রিপুরা সরকারেরও। দেশের মহিলারা আজ নিরাপত্তাহীন। মহিলাদের উপর অত্যাচারের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। যারা অপরাধী তাদের সুরক্ষা দিচ্ছে সরকার।
Leave feedback about this