জনতার কলম ওয়েবডেস্ক :- কনৌজ থেকে গ্রেফতার করা হয়েছে সমাজবাদী পার্টির নেতা নবাব সিং যাদবকে। তার বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। নবাব সিং অখিলেশ যাদবের একজন পুরানো সহযোগী এবং সবসময় তার ঘনিষ্ঠ ছিলেন।
অখিলেশের স্ত্রী ডিম্পল যাদবের প্রতিনিধিও হয়েছেন নবাব। নবাব সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন এবং অখিলেশ যাদবকে তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। এই ভিডিওতে তিনি অখিলেশের সঙ্গে অনেক পুরনো ছবি দেখান।
খবরে বলা হয়েছে, নাবালিকা নির্যাতিতাকে চাকরি দেওয়ার অজুহাতে অভিযুক্ত নেতা তার খালাসহ ডেকে নিয়েছিল। এরপর তাকে যৌন নির্যাতন করা হয়। একইসঙ্গে নেতার পক্ষ থেকে বলা হয়েছে, তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করার ষড়যন্ত্র করা হচ্ছে।
Leave feedback about this