জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক প্রয়াত সুরজিৎ দত্ত এর প্রথম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে বিজেপির রামনগর মণ্ডল সহ বিভিন্ন ওয়ার্ডের উদ্যোগে। শুক্রবার বিকালে স্থানীয় বিজয় কুমার বালক বিদ্যালয়ে হয় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। এলাকার বর্তমান বিধায়ক সহ দলীয় কার্যকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে এদিন সকালে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়েপ্রয়াত নেতা সুরজিৎ দত্ত কে শ্রদ্ধা জানানো হয়। রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডে হয় অনুষ্টান। এর মধ্যে বস্ত্র বিতরণ শিবিরে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচাৰ্য সহ অন্যান্নরা। এলাকার দুস্থ নাগরিকদের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্ৰ।
বিভিন্ন জায়গায় আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে প্রয়াত নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান দলীয় কর্মী সমর্থকরা। রামনগর কেন্দ্রের অন্তর্গত প্রতিটি বুথ এলাকাতেই প্ৰায়ত নেতাকে শ্রদ্ধা জানানো হয়েছে।
সুরজিৎ দত্ত তার জীবদ্দশায় বহু সামাজিক কর্মকান্ডের নজির রেখে গেছেন। গত বছরের ২৭ ডিসেম্বর প্রয়াত হয়েছিলেন রামনগর কেন্দ্রের। এই প্রবাদপ্রতিম নেতা। তিথি অনুযায়ী উনার বাৎসরিক মৃত্যু বার্ষিকী কিছুদিন আগে পালন করা হয়েছে।
Leave feedback about this