জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৬ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যয় করে নাগের জলায় গড়ে উঠেছে অত্যাধুনিক বাসস্ট্যান্ড। সম্পূর্ণ কাজ শেষ হতেই হস্তান্তর করা হয়েছে টি আর টি সি কর্তৃপক্ষের হাতে। এখন থেকে নাগের-জলা বাস স্ট্যান্ড সম্পূর্ণ পরিচালনা করার দায়িত্বে থাকবে টিআরটিসি কর্তৃপক্ষের হাতে। সোমবার টি আর টিসির কাছে বাসস্ট্যান্ডের দায়িত্ব হস্তান্তর করেছেন টিআরটিসি চেয়ারম্যান বলাই গোস্বামী , উপস্থিত ছিলেন কর্পোরেটর অভিজিৎ মল্লিক এবং মার্কফেডের ভাইস চেয়ারম্যান সঞ্জয় সাহা।
এদিন বাসস্ট্যান্ডের হস্তান্তর প্রক্রিয়া শেষে চেয়ারম্যান বলাই গোস্বামী জানান প্রাথমিক অবস্থায় দায়িত্ব টিআরটিসি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হলেও যদি পরিচালনায় কোন ত্রুটি বিচ্যুতি ধরা পড়ে তাহলে অন্যান্য কোন সোসাইটির উপর দায়িত্ব তুলে দেওয়া হবে। অত্যাধুনিক এই বাসস্ট্যান্ডে শিশুদের দুধ খাওয়ানো থেকে শুরু করে ক্যান্টিন সহ অন্যান্য পরিষেবা প্রদান করা হবে।
Leave feedback about this