2024-12-16
agartala,tripura
রাজ্য স্বাস্থ্য

নাক কান গলার উন্নত চিকিৎসা জিবিপি হাসপাতালে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জন্ম বধির ও জন্ম থেকে যে সমস্ত শিশুরা কথা বলতে পারেনা তাদের সম্পূর্ণ বিনামূল্যে উন্নত চিকিৎসা পদ্ধতি শুরু হয়েছে জিবি হাসপাতালে। যে শিশুর জন্মের পর কানেও শুনতে পায় না কিংবা কথা বলতে পারে না, সেই সমস্ত শিশুদের উন্নত পরিষেবা দিচ্ছে জিবি হাসপাতালের ইএনটি বিভাগ। যেখানে বহির রাজ্যে চিকিৎসা করলে ৮ থেকে ১০ লক্ষ টাকা খরচ হয়ে যায় সেখানে আগরতলার জিবিপি হাসপাতালের ইএনটি বিভাগে সম্পূর্ণ বিনামূল্যে এই চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। বৃহস্পতিবার সাপ্তাহিক প্রেস ব্রিফিং এ এই তথ্য তুলে ধরেন হাসপাতালে মেডিকেল সুপারিনটেনডেন্ট শংকর চক্রবর্তী। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জিবি হাসপাতালের ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান ডঃ বিপ্লব নাগ ও ডেপুটি এম এস মনিরুল ইসলাম। মেডিকেল সুপারিনটেনডেন্ট শংকর চক্রবর্তী জানান, আগে যে সমস্ত পরিষেবা ছিলনা জিবি হাসপাতালে সেই সমস্ত উন্নত পরিষেবা এখন দেওয়া হয় এখানে। যার জন্য অযথা মানুষ যাতে সময় ও অর্থের অপচয় করে বহির রাজ্য মুখী না হয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service