2025-10-14
Ramnagar, Agartala,Tripura
দেশ রাজ্য স্বাস্থ্য

নয়াদিল্লিতে জে.পি. নাড্ডার সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, ত্রিপুরার স্বাস্থ্যক্ষেত্রে বড় পদক্ষেপের ইঙ্গিত

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মাণিক সাহা আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ও বিজেপির জাতীয় সভাপতি জে.পি. নাড্ডা-র সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার উন্নয়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেন।

মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের দূরবর্তী ও পিছিয়ে পড়া এলাকাগুলিতে উন্নত চিকিৎসা পৌঁছে দিতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। সেই লক্ষ্যেই তিনি কেন্দ্রীয় মন্ত্রীর কাছে নিম্নলিখিত বিষয়গুলি উত্থাপন করেন—

 

✅ ধলাই জেলার কুলাইয়ে (আকাঙ্ক্ষিত জেলা) সরকারি-বেসরকারি অংশীদারিত্বে একটি মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব।

✅ আগরতলায় একটি তৃতীয় পর্যায়ের চক্ষু (Ophthalmology) হাসপাতাল স্থাপনের পরিকল্পনা।

✅ আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ (AGMC) ও GBP হাসপাতালে অঙ্গ প্রতিস্থাপনের জন্য ইমিউনোলজি ল্যাব স্থাপন।

✅ সুপার স্পেশালিটি ব্লকের জন্য আধুনিক চিকিৎসা সরঞ্জাম কেনার অতিরিক্ত তহবিলের আবেদন।

✅ আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনার (AB PMJAY) বকেয়া দাবির নিষ্পত্তির জন্য অতিরিক্ত তহবিলের অনুরোধ।

মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র ও রাজ্যের সমন্বিত উদ্যোগের মাধ্যমে ত্রিপুরার স্বাস্থ্য পরিকাঠামো আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষ উন্নততর চিকিৎসা সুবিধা পাবেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service