2026-01-07
Ramnagar, Agartala,Tripura
দেশ বিশ্ব

নববর্ষে নেতানিয়াহুর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ঐক্যের বার্তা মোদির

জনতার কলম ওয়েবডেস্ক :- নববর্ষ উপলক্ষে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই কথোপকথনে প্রধানমন্ত্রী মোদি ইজরায়েলের প্রধানমন্ত্রী এবং সে দেশের জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী মোদি জানান, আলোচনার সময় উভয় দেশের মধ্যে বিদ্যমান ভারত–ইজরায়েল কৌশলগত অংশীদারিত্বকে আগামী দিনে আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়েছে। দ্বিপাক্ষিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয় নেতাই আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও আলোচনায় আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতামত বিনিময় করা হয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরও দৃঢ় সংকল্প নিয়ে একযোগে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দুই দেশের প্রধানমন্ত্রী।

এই আলোচনাকে ভারত ও ইজরায়েলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service