2024-12-19
agartala,tripura
রাজ্য

নদীর পাড় ভাঙ্গনে আতঙ্কিত আমজনতা, রাস্তায় লাগালো নো-এন্ট্রি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দেও নদীর বাঁধ ভাঙ্গনে আশঙ্কায় দিশা হারা নদী পার্শ্ববর্তী এলাকার মানুষ।ঘটনা সোমবার রাতে ” দেও নদীর জলস্তর বৃদ্ধি হওয়ার ফলে নদীর বাঁধ ভাঙ্গন রোধ করতে রাস্তার দু’পাশে নো এন্ট্রি বোর্ড বসানো হয়েছে সোমবার রাতে। ঘটনা কুমারঘাট দেও সেতু থেকে পুরাতন শিবতলী যাওয়ার কুমারঘাট ইয়ং স্টার ক্লাবের সামনের রাস্তাটি।

উল্লেখ্য, বিগত সরকারের আমল থেকে বর্তমান আমলেও নদী ভাঙ্গনের সমস্যা রয়ে গেছে এইবেপারে এলাকার মানুষ বলছেন নদীর পাড়ের কাজ গুলি ঠিকেদার সংস্থা যদি ভালো কাজ করতো তাহলে এই ভাঙ্গন হত না। বারবার নিম্নমানের কাজ হওয়ার ফলেই এই সমস্যা বেড়েই চলেছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service