2024-12-14
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

নতুন ভোটারদের বিজেপি দলের প্রতি উৎসাহিত করে তোলতে হবে : রাজীব 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুয়ারেই লোকসভা নির্বাচন আর এই নির্বাচনে পাখির চোখ কেবলমাত্র বিজেপিকে ক্ষমতায় আনায়ই নয় তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করা এই লক্ষ্যে রাজ্যের দুটি লোকসভা আসনে বিপুল জয়ের জন্য সোমবার সকালে বিজেপির রাজ্য দপ্তর এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ প্রদেশ কমিটির নেতৃবৃন্দ।লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও মাঠে নেমে পড়েছে বিভিন্ন জাতীয় রাজনৈতিক দলগুলি, এই ক্ষেত্রে বসে নেই শাসক দল বিজেপিও।

বিজেপির লক্ষ আসন্ন লোকসভা নির্বাচনে তৃতীয়বারের মতো কেন্দ্রে বিজেপি সরকার প্রতিষ্ঠিত করা এবং নরেন্দ্র মোদিকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী করা এই লক্ষ্যে দেশের প্রতিটি প্রদেশেই চলছে সাংগঠনিক প্রস্তুতি এরই অঙ্গ হিসেবে সোমবার সকালে বিজেপি রাজ্য দপ্তরে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ প্রদেশ বিজেপি সকল নেতৃবৃন্দ।

বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এর মধ্যে ছিল নতুন ভোটারদের দলের প্রতি উৎসাহিত করে তোলা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন সুবিধা গুলি মানুষের কাছে পৌঁছে দেওয়া তৃণমূল স্তরে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা প্রভৃতি এদিন বৈঠক শেষে বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এই সংবাদ জানিয়েছেন।

জানা গেছে রাজ্যের দুটি লোকসভা নির্বাচনে কেন্দ্রে প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য একজন করে সাংগঠনিক প্রভারই নিয়োগ করা হয় এদিনের বৈঠকে মন্ডল ভিত্তিক এই সাংগঠনিক প্রবাদীদের রিপোর্ট নিয়েও বিস্তারিত আলোচনা হয় বৈঠকে।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service