জনতার কলম ওয়েবডেস্ক :- দেশের প্রচলিত টোল আদায় ব্যবস্থার পরিবর্তে আগামী বছরের শেষ নাগাদ সারা দেশে অটোমেটিক নাম্বার প্লেট রিকগনিশন (ANPR) সিস্টেম চালু করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি। এই ব্যবস্থার মাধ্যমে জাতীয় সড়কে যানবাহনের গতি আরও মসৃণ হবে এবং যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমবে বলে জানান তিনি।
আজ রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ANPR ব্যবস্থা কার্যকর হলে টোল প্লাজায় যানজট কমবে এবং প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকার জ্বালানি সাশ্রয় সম্ভব হবে। পাশাপাশি টোল ফাঁকি সম্পূর্ণরূপে বন্ধ হবে এবং এর ফলে সরকারের আয় প্রায় ৬ হাজার কোটি টাকা বৃদ্ধি পাবে বলেও তিনি জানান।
নিতিন গড়করি আরও বলেন, মাল্টি-লেন ফ্রি-ফ্লো টোলিং ব্যবস্থা বর্তমানে উন্নত পর্যায়ে রয়েছে। এই ব্যবস্থায় যানবাহনকে আর টোল প্লাজায় থামতে হবে না, চলন্ত অবস্থাতেই স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় করা হবে। এতে করে জাতীয় সড়কে যাতায়াত আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


Leave feedback about this