জনতার কলম আগরতলা প্রতিনিধি :-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের উদ্যোগে জিএসটি কাঠামোতে আসা পরিবর্তনের জন্য রাজ্যবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা। নতুন জিএসটি কাঠামোকে তিনি “আনন্দের বিষয়” হিসেবে অভিহিত করেন।
মুখ্যমন্ত্রী জানান, আগে জিএসটিতে বিভিন্ন স্তর বা প্লেব থাকায় সাধারণ মানুষের জন্য জটিলতা তৈরি হত। এবার নতুন কাঠামোর মাধ্যমে মাত্র দুটি স্তর রাখা হয়েছে—৫ শতাংশ এবং ১৮ শতাংশ। এর ফলে রাজ্যের অর্থনীতিতে সহজলভ্যতা এবং স্বচ্ছতা বৃদ্ধি পাবে। ১২ শতাংশ এবং ২৮ শতাংশের স্ল্যাব বাতিল করা হয়েছে। তবে বিলাসবহুল পণ্য ও তামাকজাত দ্রব্যে ৪০ শতাংশ জিএসটি থাকবে।
এই নতুন কর কাঠামো ২২ সেপ্টেম্বর, নবরাত্রির প্রথম দিন থেকে কার্যকর হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এতে অন্তত ১৭৫টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমবে। দুধ, ছানা, পনির, রুটি ও পাউরুটি-সহ কনডেন্সড মিল্ক, মাখন, ঘি, ভেল ও চিজের জিএসটি কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। বাদাম, খেজুর, আনারস, অ্যাভোকাডো, পেয়ারা, আম এবং অন্যান্য ফলের জিএসটিও একইভাবে ৫ শতাংশে নির্ধারণ করা হয়েছে।
মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা এ বিষয়ে বলেন, “স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী এই পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন। এখন এই সিদ্ধান্ত বাস্তবায়ন হওয়ায় রাজ্যবাসীর জন্য এটি আনন্দের বিষয়।”
Leave feedback about this