জনতার কলম ওয়েবডেস্ক :- কেন্দ্রীয় সরকারের ঘোষিত ব্যাপক পণ্য ও পরিষেবা কর (জিএসটি) সংস্কারের ফলে আর্থিক ঘাটতি খুবই সীমিত হবে বলে মনে করছে আন্তর্জাতিক ব্রোকারেজ সংস্থা বার্নস্টেইন। বৃহস্পতিবার প্রকাশিত তাদের রিপোর্টে বলা হয়েছে, এই সংস্কারের কারণে কেন্দ্রীয় সরকারের রাজস্ব ক্ষতি হবে আনুমানিক ১৮ হাজার কোটি টাকা—যা FY26 সালে ভারতের সম্ভাব্য জিডিপির মাত্র ০.০৫ শতাংশ।
৩ সেপ্টেম্বর সরকার নতুন জিএসটি কাঠামো ঘোষণা করেছে। এতে ট্যাক্স স্ল্যাবের সংখ্যা কমানো হয়েছে এবং বিভিন্ন পণ্যে করহার হ্রাস করা হয়েছে—এফএমসিজি পণ্য থেকে শুরু করে সাদা পণ্য, গাড়ি এবং বিমা পর্যন্ত। বেশিরভাগ পরিবর্তন কার্যকর হবে ২২ সেপ্টেম্বর থেকে।বিশ্লেষকদের মতে, এই সংস্কার ভোগব্যয় বাড়াবে, কর-অনুবর্তিতা উন্নত করবে এবং সামগ্রিকভাবে অর্থনীতিকে ভোক্তা-চালিত প্রবৃদ্ধির দিকে এগিয়ে দেবে।
বার্নস্টেইনের হিসেব অনুযায়ী, কেন্দ্র ও রাজ্যের সম্মিলিত রাজস্ব ক্ষতি দাঁড়াতে পারে প্রায় ১.৫৭ লক্ষ কোটি টাকা। মূল ক্ষতি আসবে ১২% স্ল্যাব ৫%-এ নামিয়ে আনা এবং ২৮% স্ল্যাব তুলে দেওয়ার কারণে। তবে কিছু পণ্যকে নতুন ৪০% স্ল্যাবে আনার মাধ্যমে আংশিক রাজস্ব ফেরত পাওয়া যাবে। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের ক্ষতির অংশ প্রায় ৭৪ হাজার কোটি টাকা। ব্যয় নিয়ন্ত্রণে রাখতে মূলধনী ব্যয় প্রায় ৫% বা ৫৬ হাজার কোটি টাকা কমানোর সম্ভাবনা ধরা হয়েছে, যাতে নেট বোঝা নেমে আসে ১৮ হাজার কোটিতে।
অন্যদিকে, এইচএসবিসি তাদের রিপোর্টে জানিয়েছে, ট্যাক্স কাটছাঁটের ফলে FY24-এর ভোগব্যয়ের ভিত্তিতে মোট ক্ষতি হবে প্রায় ১০.৮ বিলিয়ন ডলার। এর মধ্যে নতুন ৪০% স্ল্যাব থেকে প্রায় ৫.২ বিলিয়ন ডলার ফেরত পাওয়া যাবে। ফলে প্রকৃত ক্ষতি দাঁড়াবে ৫.৬ বিলিয়ন ডলার বা জিডিপির ০.১৬%। FY26 অনুযায়ী এটি দাঁড়াবে প্রায় ৫৭ হাজার কোটি টাকা। তবে ওই আর্থিক বছরে অর্ধেক সময় কার্যকর হওয়ায় ক্ষতি বাস্তবে ০.১% জিডিপির কাছাকাছি হতে পারে।
দুই সংস্থারই মূল্যায়ন, স্বল্পমেয়াদে রাজস্ব ক্ষতি হলেও দীর্ঘমেয়াদে ভোগব্যয় বৃদ্ধি ও কর অনুবর্তিতা উন্নতির ফলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
Leave feedback about this