2024-12-19
agartala,tripura
রাজ্য স্বাস্থ্য

নতুন করে মোহনপুরে ডেঙ্গু জীবাণু সনাক্ত, ২৬ – ২৭ আগস্ট স্পেশাল সার্জারি ক্যাম্প জিবিতে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফেব্রুয়ারি মাস থেকে অগাস্ট পর্যন্ত ১১৬ টি লেপ্রোস্কপি অপারেশন হয়েছে জিবিতে। আগামী ২৬-২৭ তারিখ দুইদিন ব্যাপী বিশেষ লেপ্রোস্কপি অপারেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। জানিয়েছেন সার্জারি প্রফেসর ডা: অনুপ সাহা।

গত কয়েক বছরে অনেক গুণ উন্নয়ন হয়েছে আগরতলা গভর্মেন্ট মেডিকেল কলেজ এন্ড জিবিপি হাসপাতালের। হায়দ্রাবাদ,দিল্লি, মুম্বাই পুনে ইত্যাদি রাজ্যগুলি থেকে ফ্যাকাল্টিরা আসার ফলে মেডিকেল কলেজে টিচিং ও হাসপাতালের চিকিৎসা পরিষেবার মানোন্নয়ন ঘটেছে দ্রুত গতিতে। হাসপাতালে ইতিমধ্যেই বিভিন্ন ধরনের জটিল অপারেশন সফল হয়েছে। আত্মবিশ্বাস বাড়ছে রোগী ও তার আত্মীয় পরিজনদের। গত বেশ কিছুদিন হাসপাতালে ল্যাপরোস্কপি অপারেশন বন্ধ ছিল। গত ফেব্রুয়ারি মাস থেকে আগস্ট মাস পর্যন্ত মোট ১১৬ টি ল্যাপরোস্কপি অপারেশন হয়েছে। সরকারি হাসপাতালে রোগীর ভিড়ে অপারেশনের ডেট অনেক সময় পিছিয়ে দেওয়া হচ্ছে। যার ফলে অস্বস্তিতে পড়ে যেত রোগীরা। তাদের কথা মাথায় রেখে রোগীদের যাতে তাড়াতাড়ি সুস্থ করে তোলা যায় সেই লক্ষ্যে বিশেষ অপারেশন ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। চলতি মাসের ২৬-২৭ তারিখ বিশেষ লেপরোস্কপি অপারেশন ক্যাম্প করা হবে। দুই দিনে প্রচুর সংখ্যক রোগীর সফল অপারেশনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রফেসর ডা: অনুপ সাহা। সাংবাদিকদের এক প্রশ্ন-উত্তরে ডা: সাহা জানান, চেষ্টা চলছে উত্তর পূর্বাঞ্চলের সরকারি হাসপাতাল গুলির মধ্যে অন্যতম হাসপাতাল হিসেবে গড়ে তোলার জন্য আগরতলা জিবি হাসপাতালকে। যে ধরনের চিকিৎসা পরিষেবা গুলি এখনো সঠিকভাবে দেওয়া যাচ্ছে না, অচিরেই সেগুলিকে এই হাসপাতাল থেকে দেওয়ার জন্য চেষ্টা চালিয়েছে স্বাস্থ্য দপ্তর।

প্রসঙ্গত স্বাস্থ্য দপ্তরের সিদ্ধান্ত মোতাবেক প্রতি সপ্তাহের বৃহস্পতিবার দিন স্বাস্থ্য দপ্তরের ক্রিয়া-কলাপ ও উন্নয়ন কর্মসূচি সম্পর্কে অবহিত করা হবে সংবাদ মাধ্যমকে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড জিবিপি হাসপাতালে। এ দিনের সাংবাদিক বৈঠকে, বুধবার দিন হাসপাতালের লিফট বিকল্প প্রসঙ্গে এক প্রশ্ন উত্তরে হাসপাতাল সুপার শংকর চক্রবর্তী জানান, ওভারলোডের জন্য প্রায় লিফট বিকল হয়, এ ব্যাপারে জনগণকেও সচেতন হতে হবে। কেননা একটি লিফট বিকল হলে সঙ্গে সঙ্গেই তা ছাড়িয়ে তোলা যায় না। এদিন ডেঙ্গু প্রসঙ্গে সুপার শংকর চক্রবর্তী আরও জানান , ডেঙ্গু নিয়ে উদ্বেগের কোন কারণ নেই, ডেঙ্গুতে এই মুহূর্তে রাজ্যে কোন সিরিয়াস রোগী নেই , বর্তমানে হাসপাতালে ১৮ জন রোগী ভর্তি রয়েছে। তবে নতুন করে মোহনপুরে ৩৪ জনের দেহে ডেঙ্গু জীবাণু পাওয়া গেছে। তাদের মধ্যে প্রত্যেকে স্টেবল রয়েছে। সুতরাং ডেঙ্গু নিয়ে অযথা চিন্তার কোন বিষয় নেই। এদিনের সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সার্জারি এইচওডি ডাক্তার মনোরঞ্জন দেববর্মা, ডেপুটি এমএস ডাক্তার কনক চৌধুরী, ভাইস প্রিন্সিপাল তথা চিফ এমএস ডাক্তার সঞ্জীব দেববর্মা প্রমুখ।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service