2024-12-05
agartala,tripura
রাজ্য

নতুন কমিটি গঠিত হল পশ্চিম ত্রিপুরা জেলা বাস জিপ চালক সংঘের নাগেরজলা শাখার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নতুন কমিটি গঠিত হল পশ্চিম ত্রিপুরা জেলা বাস জিপ চালক সংঘের নাগেরজলা শাখার। কারণ পুরাতন কমিটি রয়েছে, সেই কমিটির মেয়াদ শেষ হয়েছে। তাই নতুন করে ২৯ জনের কমিটির নাম ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে দুইজন যুগ্ম কনভেনার ও চার জন কো-কনভেনার রয়েছে।

নতুন কমিটির কনভেনার হলেন রতন দেবনাথ ও যুগ্ম কনভেনার হলেন নড়েন রায়। কো-কনভেনার হলেন জীবন বর্মণ, পান্না গন, রিপন দেবনাথ সহ আরও একজন। বুধবার ই-রিক্সা শ্রমিক সংঘের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই নতুন কমিটির ঘোষণা দেন পশ্চিম ত্রিপুরা জেলা বাস জিপ চালক সংঘের সাধারন সম্পাদক আব্দুল হক। পাশাপাশি বিভিন্ন বিষয় তুলে ধরেন সংগঠনের নেতারা।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service