2025-07-24
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

নতুন একটি বাইক সহ আটক বাইক চোর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-নতুন একটি বাইক সহ আটক বাইক চোর। ঘটনা বুধবার রাত বারোটা নাগাদ পশ্চিম গোকুলনগর এলাকায়। ওই সময় কয়েকজন যুবক রাস্তা দিয়ে হেঁটে বাড়িতে যাচ্ছিলো। এমন সময় একটি নতুন চুরির বাইক নিয়ে রাস্তার পাশে বসে ফোনে আলাপ করছিলো কুখ্যাত চোর সমীর দাস। তখন যুবকদের সন্দেহহয় এবং তাকে জিজ্ঞেস করতেই বেরিয়ে আসে মূল রহস্য।

নতুন বাইকের নম্বর প্লেট ফেলে দিয়েছে। হাতের লেখা একটি নম্বর রয়েছে তাও আবার অক্ষর পাল্টিয়ে দেওয়া পুরোপুরি বোঝা যাচ্ছে। একটি ভুল নম্বর দেওয়া ছিল। বাইকটির লক পুরোপুরি ভাঙ্গা অবস্থা রয়েছে। যুবকদের চাপে পড়ে কুখ্যাত চোর সমীর দাস সম্পূর্ণ ঘটনা স্বীকার করে। সে বাইকটি মধুপুর থানা এলাকার নোয়াবাড়ি রাস্তার পাশ থেকে চুরি করে নিয়ে এসেছে। বিশালগড় থানায় খবর দিলে পুলিশ ছুটে এসে তাকে সেখান থেকে বাইকসহ গ্রেপ্তার করে নিয়ে যায়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service