2025-07-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

নতুন আইনজীবীদের সনদ দিলো বার কাউন্সিল অফ ত্রিপুরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বার কাউন্সিল অফ ত্রিপুরার পক্ষথেকে এক অনুষ্টানের মাধ্যমে আইনি পেশার সনদ দেওয়া হলো নতুন আইনজীবীদের। সোমবার ত্রিপুরা উচ্চ আদালতের অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হয়। তাতে উপস্থিত ছিলেন উচ্চ আদালতের মুখ্য বিচারপতি ডক্টর টি অমরনাথ গৌড়, বিচারপতি এস দত্ত পুরকায়স্থ, বিচারপতি বি পালিত, অ্যাডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী, ত্রিপুরা বার কাউন্সিল এর চেয়ারম্যান রতন দত্ত সহ অন্যান্নরা।

অনুষ্ঠানে ৮০ জন নতুন আইনজীবীকে আইনি পেশার সনদ কিংবা রেজিস্ট্রেশন দেয় বার কাউন্সিল অফ ত্রিপুরা। অনুষ্ঠানে উচ্চ আদালতের বরিষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানঘিরে নতুন আইনজীবীদের মধ্যে বেশ উচ্ছাস দেখা গিয়েছে। ভাবগম্ভীর পরিবেশে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service